সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গত সোমবার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৫তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন। পরে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের উদ্দেশে দরবার গ্রহণ করেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

আইএসপিআর জানায়, চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারে সেনাপ্রধান এসে পৌঁছলে রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরবর্তী সময়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জ্যেষ্ঠ অধিনায়ক ও জ্যেষ্ঠ সুবেদার মেজর সেনাবাহিনী প্রধানকে ‘কর্নেল কমান্ড্যান্ট’-এর র্যাংক ব্যাজ পরিয়ে দেন।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে বাঙালি মুসলিম সৈনিকদের সাহসিকতায় উদ্বুদ্ধ হয়ে ক্যাপ্টেন গনি বাঙালি মুসলিমদের নিয়ে একটি পৃথক রেজিমেন্টের স্বপ্ন দেখেন। এরই ধারাবাহিকতায় ১৯৪৮ সালের ১৫ ফেব্রুয়ারি প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠা লাভ করে।