কৃষি কথা, জেলা সংবাদ | তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 822 বার
পঞ্চগড়ে ৫৪ বোতল ফেন্সিডিলসহ পিয়ার আলী (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ। তিনি নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার আড়িয়াব গ্রামের জয়নাল ভূইয়ার ছেলে।
রোববার রাতে তেঁতুলিয়া পঞ্চগড় মহাসড়কে সদর উপজেলার অমরখানা চাওয়াই সেতুর পূর্ব পাশে তাকে আটক করে। এ সময় পিয়ার আলী পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
আটকের পরে তাকে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা স্কুলব্যাগে ৫৪ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
তেঁতুলিয়া থানার এএসআই ফজলুল করিম পিয়ার আলীকে ৫৪ বোতল ফেন্সিডিলসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পিয়ার আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply