হাইটেক | তারিখঃ মার্চ ১৪, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 1706 বার
প্রবাদপ্রতিম পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং আর নেই। ৭৬ বয়সে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিখ্যাত এই বিজ্ঞানী।সেই সাথে শেষ হল বিজ্ঞানের এক অধ্যায়।‘আ ব্রিফ হিস্ট্রি অব টাইম’-এর লেখকের আপেক্ষিকতাবাদ, কসমোলজি, কোয়ান্টাম মেকানিক্স এবং ব্ল্যাকহোলের উপর গুরুত্বপূর্ণ কাজ রয়েছে।হকিং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকাসিয়ান অধ্যাপক। আইজাক নিউটনও একসময় এই পদে ছিলেন। বিখ্যাত বিজ্ঞানী দার্শনিক আইনস্টাইনের পর হকিংই সর্বাধিক প্রভাব বিস্তারকারী বিজ্ঞানী। এই সময়ে তরুণ থেকে সকল মানুষের নিকট তিনি গুরুত্বপূর্ণ এক বিজ্ঞানী হিসেবে অাদৃত ছিলেন।
Leave a Reply