জেলা সংবাদ | তারিখঃ আগস্ট ৩১, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 1082 বার
সাংবাদিক সুবর্ণা নদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকরা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বেগমগঞ্জের চৌরাস্তায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন পত্রিকার সম্পাদক ছাড়াও প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের কার্যকরী সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি গিয়াস উদিন মিঠু, কোষাধ্যক্ষ মোজাম্মেল হোসেন কামাল, আনন্দ টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি নাজিম উদ্দিন মিলন প্রমুখ।
অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেন টিভি সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূঁইয়াসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা নদীর খুনিদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং দেশব্যাপী নিহত সাংবাদিকদের খুনি ও নির্যাতনকারীদের বিচারের দাবি জানান।
Leave a Reply