আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার রায় হলে বিএনপি আবারো রাজনৈতিক সংকটে পড়বে, কারণ তারা এ হামলার সঙ্গে সরাসরি জড়িত।

শুক্রবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভী রহমানের কবরে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন। এসময় আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সেতুমন্ত্রী বলেন, আগামী নির্বাচন ঘিরে বিএনপি কোনো সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে জনগণই তা প্রতিহত করবে।

আর একুশে আগস্ট গ্রেনেড হামলা তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
২১ আগস্টের রায়ে সরকার হস্তক্ষেপ করবে বিএনপির এমন অভিযোগের জবাবে তিনি বলেন, বিএনপি সরকারের প্রত্যক্ষ মদদে হামলা হয়েছিলো বলেই রায় নিয়ে শঙ্কিত দলটির নেতারা।