দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে রাজধানীর বনানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

শুক্রবার সকাল সোয়া ৯টায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি মিছিল বের হয়।

মিছিলটি কামাল আতাতুর্ক রোড থেকে শুরু হয়ে কাকলী মোড়ে গিয়ে শেষ হয়।

বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা মিছিলে অংশ করেন।
এর আগেও ঈদের ছুটিতে শূন্য প্রায় রাজধানীতে বিক্ষোভ মিছিল হয়েছে রিজভীর নেতৃত্বে।

এছাড়া রিজভীর নেতৃত্বে রাজধানীতে এ ধরনের আরো কয়েকটি বিক্ষোভ মিছিল হয়েছে। তবে সেগুলো ছিলো ভোর হওয়ার কিছুক্ষণ পূর্বে। এ নিয়ে অনেক ঠাট্টা-রসিকতা করলেও রিজভীর মিছিল থেমে নেই। তিনি সুযোগ পেলেই বিক্ষোভ মিছিল করে নিজের অবস্থান জানান দেন এবং দলের চেয়ারপার্সনের মুক্তি কামনা করেন।