বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে আজ বুধবার গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণ খুশি থাকলে আবার ক্ষমতায় আসবো, না থাকলে আসবো না।

এসময় দলীয় নেতাকর্মীদের ঈদের দিনে স্লোগান না দিয়ে এলাকায় গিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার নির্দেশ দিয়েছেন তিনি।তিনি বলেন, ঈদ যাতে নির্বিঘ্ন হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী অক্লান্ত পরিশ্রম করছে। মানুষ যেন ভালো থাকে, তাদের যেন উন্নত ও সুন্দর জীবন পায়, শিক্ষা-চিকিৎসা-বাসস্থান পায় সেজন্য চেষ্টা করে যাচ্ছি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন- গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথমে ঈদের শুভেচ্ছা জানান দলীয় নেতা-কর্মী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা।
ঈদের দিন সকাল ১০টার পর শুরু হয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। এ সময় মন্ত্রী-এমপি, আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদ সদস্য, উপদেষ্টা পরিষদ সদস্য, বুদ্ধিজীবী, শিল্পী-সাহিত্যিক, সাংবাদিকসহ সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর বেলা ১১টা থেকে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন বিচারপতি ও কূটনীতিকদের সঙ্গে।
বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাসহ প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও অংশ নেন শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে।