খেলাধুলা | তারিখঃ আগস্ট ২৩, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 469 বার
একটি মাত্র উইকেট দরকার ছিল ভারতের। ইংল্যান্ডের জয়ের হিসেব করার প্রশ্নই আসে না! জয় কী, নটিংহামে সিরিজের তৃতীয় টেস্টের শেষ দিনে ড্র করাও ছিল ইংল্যান্ডের জন্য দূরতম কল্পনার অন্য নাম। লক্ষ্য ৫২১, ইংল্যান্ড দিন শুরু করেছিল ৯ উইকেটে ৩১১ রান নিয়ে। দিনের খেলাটা তো এক অর্থে ভারতের জন্য জয়ের আনুষ্ঠানিকতাই ছিল।
জিততে এক উইকেট দরকার ছিল। দিনের ১৭তম বলে সেটি তুলে নিয়ে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ২০৩ রানে হারিয়েছে ভারত। পাঁচ টেস্টের সিরিজে ইংল্যান্ড এগিয়ে ২-১।
আনুষ্ঠানিকতা সারতে মাত্র ১৭ বল আর ১০ মিনিটই লেগেছে ভারতের। অশ্বিনের বলে স্লিপে ক্যাচ উঠে গেল জেমস অ্যান্ডারসনের। অজিঙ্কা রাহানের ক্যাচটা ধরতে ভুল হলো না। তাতেই এই টেস্টে ভারতীয় স্পিনারের প্রথম উইকেট প্রাপ্তি। ৩১৭ রানে অলআউট ইংল্যান্ড। ২০৩ রানের বিশাল জয়ে সিরিজে ব্যবধানটা ২-১-এ নামিয়ে এনেই সাউদাম্পটনে চতুর্থ টেস্টটা খেলতে নামবে ভারত।
রাহানে ক্যাচটা নেওয়াতে তাঁর নিজেরও একটা লাভ হয়েছে। নিজের রেকর্ড বাঁচিয়ে রেখেছেন। এক টেস্টে উইকেটরক্ষক ছাড়া আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ডটা তো প্রথম তিনিই গড়েছিলেন, যাতে পরে ভাগ বসিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। এই টেস্টে রাহানেরই সতীর্থ লোকেশ রাহুল সাতটি ক্যাচ নিয়ে রেকর্ডটা ছোঁয়ার ‘হুমকি’ দিচ্ছিলেন। আজ ক্যাচটা রাহানের হাতে না গিয়ে তাঁর হাতে গেলেই তো হতো! না হওয়াতে অবশ্য খুব বেশি মন খারাপ রাহুল করবেন বলে মনে হয় না।
Leave a Reply