রাজনীতি | তারিখঃ আগস্ট ২৩, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 569 বার
নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন,‘বিএনপি নির্বাচনে না আসলেও সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি ছাড়াও অনেক রাজনৈতিক দল আছে, যারা জাতীয় নির্বাচনে অংশ নিবেন এবং আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।’
বুধবার সকালে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শাজাহান খান বলেন,‘দেশে নির্বাচন ব্যতীত ক্ষমতা হস্তান্তরের সুযোগ নেই। বিএনপি যতই সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করুক না কেন, তাতে কোন লাভ হবে না। কেননা বিগত দিনেও সন্ত্রাস সৃষ্টি করে বিএনপির কোনো লাভ হয়নি।
এসময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা প্রশাসক (ডিসি) মো. ওয়াহিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার প্রমুখ।
Leave a Reply