বিনোদন | তারিখঃ আগস্ট ২২, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 612 বার
ঈদুল আজহার দিনে সারাদেশে মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি সিনেমা। এরমধ্যে আলোচনার শীর্ষে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘ক্যাপ্টেন খান’ ছবিটি!
মস্ত রেকর্ড গড়ে ছবিটি ঈদের দিন মুক্তি পেতে যাচ্ছে। শোনা যাচ্ছে, অতীতের সব রেকর্ড গুড়িয়ে দিয়ে দেশের ২২২ টি সিনেমা হলে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে৷
মনে রেখো:
https://youtu.be/DinHqMWr6Ro
‘মনে রেখো’ ছবিতে কলকাতার নায়ক বনি সেনগুপ্ত রয়েছেন মাহির বিপরীতে। হার্টবিট প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, জয়ী, তুলিকাসহ আরও অনেকেই। ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।
জান্নাত:
https://youtu.be/qJCy9G6SDHs
‘জান্নাত’ ছবি নিয়ে এসেছেন মাহি-সাইমন জুটি। এই ছবির মাধ্যমে প্রায় পাঁচ বছর পর দর্শকের সামনে হাজির হচ্ছেন তারা। ‘জান্নাত’ ছবিটি পরিচালনা করেছন মোস্তাফিজুর রহমান মানিক
Leave a Reply