জাতীয় স্বদেশ | তারিখঃ আগস্ট ২২, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 440 বার
ঈদের প্রধান জামাতে হাইকোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহ ময়দানে শামিল হন হাজারও মানুষ।
আজ বুধবার ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় শুরু হয়। সকাল ৮টা ৩২ মিনিটে মোনাজাতের মাধ্যমে শেষ হয় জামাত। এ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতী মাওলানা মুহাম্মদ এহ্সানুল হক।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, কূটনীতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে প্রধান জামাতের প্রথম কাতারে নামাজ আদায় করতে দেখা গেছে।
জামাত শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।
নামাজ শেষে মুনাজাতে গুনাহ থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
Leave a Reply