জাতীয় স্বদেশ | তারিখঃ আগস্ট ১৭, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 628 বার
নিরাপদ সড়ক দাবির ছাত্র আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোস্ট ও গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকা থেকে ফারিয়া মাহজাবিন (২৮) নামের এক তরুণীকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২) সদস্যরা।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাহজাবিন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানিয়েছে, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় গুজব ছড়ানোর অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে ঢাকার বিভিন্ন থানায় আটটি হয়েছে।
ওইসব মামলায় এর আগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়।
Leave a Reply