বিনোদন | তারিখঃ আগস্ট ১২, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 888 বার
গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ‘ভিভা-লা লাভিস লুকস’ নামের বিউটি পার্লারের উদ্বোধন করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিউটি পার্লারটির লোকেশন ধানমন্ডির সাত মসজিদ রোডে স্টার কাবাবের পাশে।
উদ্বোধন অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, আমি খুবই আনন্দিত যে এই প্রতিষ্ঠান যাত্রা শুরুটা আমার হাতে। আমি প্রতিষ্ঠানটির সাথে যারা জড়িত তাদেরকে জানাই অভিনন্দন। তাদের শুরুটাতেই আমাকে আমন্ত্রণ জানানোয় আমি কৃতজ্ঞ। তাদের সেবা ও ব্যবসায়িক পরিবেশ খুব ভালো লেগেছে। সবাই ‘ভিভা-লা লাভিস লুকস’ এ রুপচর্চার আধুনিক ছোঁয়া নিতে আসবেন। প্রতিষ্ঠানটি সাফল্য কামনা করছি।
অপু বিশ্বাস ছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হাসিনা মোরশেদ কাকলী, মোরশেদ আহমেদ, হাসান আলী স্বপন। উদ্যোক্তা কাকলী বলেন, আমরা উন্নত সেবার মাধ্যমে আমাদের ক্রেতাদের মনে জায়গা নিতে চাই। আমাদের এখানে মহিলাদের রূপ সৌন্দর্যের সব রকম সুবিধা থাকবে।
‘ভিভা-লা লাভিস লুকস’ আগামীতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শো-রুম থাকবে এমনটাই ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির কর্ণধার হাসিনা মোরশেদ কাকলী।
Leave a Reply