গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গনভবনে অনুষ্ঠিত এক সংবাদ সন্মেলনে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এই প্রশ্ন ফাঁসের জন্য কি শিক্ষামন্ত্রী অথবা সচিব দায়ী? তারা কি কেন্দ্রে গিয়ে প্রশ্ন ফাঁস করেন? তাহলে তাদের পদত্যাগের কথা আসবে কেন?যারা প্রশ্নপত্র ফাঁস করছেন তাদের ধরিয়ে দিন। প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের ধরার জন্য তার সরকার যা যা করার, তা-ই করবে। তবে প্রশ্নপত্র ফাঁসের কারণে মন্ত্রী ও সচিবের পদত্যাগের দাবিও ঠিক নয়।দূর্নীতির মামলায় বেগম জিয়ার সাজার রায় প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলছেন,এ মামলা তত্ত্বাবধায়ক সরকারের সময় হয়েছে। রায় দিয়েছেন আদালত। এখানে সরকারের কিছু করার নেই।নির্বাচন প্রসঙ্গে প্রধাননমত্রী বলেন।, সংবিধান অনুযায়ী সময়মতোই নির্বাচন হবে। জনগণের ওপর যে দলের আস্থা আছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা ওই নির্বাচনে অংশ নেবে। বিএনপি নির্বাচনে না এলে সরকারের কিছু করার নেই। বিএনপি ২০১৪ সালে নির্বাচন ঠেকানোর চেষ্টা করেও পারেনি। এবারও পারবে না।