অপরাধ সংবাদ | তারিখঃ আগস্ট ৭, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 592 বার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন আটকরা বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে ইসমাইল হোসেন টিপু(৩০) ও একই উপজেলার নরোত্তমপুর গ্রামের সাফায়েত উল্যা সেলিমের ছেলে মোতাহের হোসেন রাজু(২৭)।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আবুল খায়ের ২ মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরো জানান, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply