অপরাধ সংবাদ | তারিখঃ আগস্ট ৫, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 661 বার
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে পটুয়াখালীর কলাপাড়ায় নুসরাত জাহান সোনিয়া নামে এক স্কুলশিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত ১টা ৫ মিনিটে পৌর শহরের কবি নজরুল ইসলাম সড়কের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে কলাপাড়া থানা পুলিশ ।
গ্রেফতার হওয়া শিক্ষিকার নাম নুসরাত জাহান সোনিয়া। তিনি পটুয়াখালীর কলাপাড়ার দক্ষিণ টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। তার বাড়ি কলাপাড়া উপজেলার নেছারাবাদ গ্রামে।
কলাপাড়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ওই শিক্ষিকার বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। কিন্তু ওই শিক্ষিকা অন্তঃসত্ত্বা হওয়ায় মানবিক দিক বিবেচনা করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আলী আহম্মদ জানান, আটক শিক্ষিকা সোনিয়ার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে এবং তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply