জাতীয় স্বদেশ | তারিখঃ আগস্ট ৫, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 541 বার
দেশের ১০টি জেলার ৩০০ ইউনিয়নের অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল ১০টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন।এসময় প্রযুক্তির অপব্যবহার না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী বলেন, কেউ গুজবে কান দেবেন না, অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। প্রযুক্তি যেন গঠনমূলক ও মানুষের কল্যাণে ব্যবহৃত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রযুক্তির কল্যাণমূলক কাজে ব্যবহারে শিশুদের উদ্বুদ্ধ করতে হবে।
তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের উদ্যৈাগে এ অনুষ্ঠানে রাজশাহীর সারদা, হবিগঞ্জের লাখাই সহ চাঁদপুর, নীলফামারী, পটুয়াখালি, বগুড়া, কুড়িগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, নেত্রকোনার বিভিন্ন ইউনিয়ন পরিষদে অপটিক্যাল ফাইবার সংযোগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
Leave a Reply