জাতীয় স্বদেশ | তারিখঃ আগস্ট ৪, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 529 বার
শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের মাঝে আজ শনিবার গুজব ছড়ানোর অভিযোগ ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেত্রী কাজী নওশাবাকে আটক করেছে র্যাব। আজ রাজধানীর ধানমণ্ডিতে দফায় দফায় হামলার শিকার হয় আন্দোলনকারীরা। ওই মুহূর্তে ফেসবুক লাইভে এসে শিক্ষার্থীর মৃত্যুর গুজব ছড়ান নওশাবা।
বর্তমানে তিনি র্যাব-১ এর কার্যালয়ে রয়েছেন বলে নিশ্চিত করেছেন র্যাব-১ এর কমান্ডিং অফিসার(সিও) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম। শনিবার রাতে তাকে উত্তরা থেকে র্যাব-১-এর হেফাজতে নিয়ে যাওয়া হয়।
র্যাব-১ এর কমান্ডিং অফিসার জানান, চলমান পরিস্থিতে ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে রাজধানীর উত্তরা এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য উত্তরার র্যাব-১ কার্যালয়ে আনা হয়েছে।
তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, শনিবার দুপুরে ফেসবুক লাইভে এসে কাজী নওশাবা বলেন, ‘জিগাতলায় আমাদের ছোট ভাইদের (শিক্ষার্থী ইঙ্গিত করে) একজনের চোখ তুলে ফেলা ও চারজনকে মেরে ফেলা হয়েছে। একটু আগে ওদেরকে অ্যাটাক করা হয়েছে। প্লিজ-প্লিজ ওদেরকে বাঁচান। তারা জিগাতলায় আছে। আপনারা এখনই রাস্তায় নামবেন ও আপনাদের বাচ্চাদের নিরাপদ জায়গায় নিয়ে যাবেন, এটা আমার রিকোয়েস্ট। বাচ্চাগুলো নিরাপত্তাহীনতায় আছে।’
ফেসবুক লাইভে তিনি আরো বলেন, যে পুলিশরা আছেন আপনারা অবশ্যই নিজেদের বাচ্চাদের প্রোটেকশন দেন। আপনারা প্লিজ কিছু একটা করেন। আপনারা সবাই একসাথে হন। আমি এ দেশের মানুষ, এ দেশের নাগরিক হিসেবে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি।
Leave a Reply