জাতীয় স্বদেশ | তারিখঃ আগস্ট ৪, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 387 বার
রাজধানীর জিগাতলা ও ধানমন্ডি এলাকায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠি হাতে হামলা চালিয়েছে একদল যুবক । তাদের মাথায় হেলমেট পরা ছিল। দুই পক্ষকে ইটপাটকেল ছুড়তে দেখা যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মতো হতাহতের খবর পাওয়া গেছে, যার মধ্যে তিনজন কার্ডধারী শিক্ষার্থী রয়েছে। এদের সকলেই জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ধানমন্ডি ৩/এ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের সামনে থেকে শিক্ষার্থীদের অবস্থানের ওপর অতর্কিত হামলা চালায় ৩০-৪০ জন যুবক। এসময় লাঠি হাতে তারা শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। শিক্ষার্থীরা কিছু দূর পিছু হটে বিজিবি গেটের কাছে আসলে কর্তব্যরত বিজিবি সদস্যরা এগিয়ে এসে হামলাকারী যুবকদের নিবৃত্ত করার চেষ্টা করে।
পরে শিক্ষার্থীরা নিরাপদ দূরত্বে গিয়ে ইট ছোঁড়া শুরু করে। জবাবে হামলাকারীরাও ইট ছোঁড়ে
Leave a Reply