জাতীয় স্বদেশ | তারিখঃ আগস্ট ৪, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 405 বার
![](https://swodesh.com/wp-content/uploads/2018/08/Papri-450x237.png)
রাজধানীর বিমানবন্দর সড়কে রোববার বাসচাপায় নিহত হয়েছে রামিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী। আহত হয়েছে ১২জন। এদের মধ্যে প্রিয়াংকা বিশ্বাস আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকাজনক। তার ব্রেইন হেমারেজ হয়েছে। তাকে দেখতে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ যায়নি। কোন আর্থিক সাহায্যও করা হয়নি। এনিয়ে প্রিয়াংকা বিশ্বাসের বোন পাপরি বিশ্বাস অধরা তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো :
‘আমার বোন আজ ৬ দিন ধরে সি.এম. এইচ হাসপাতালে ভর্তি ব্রেইন হেমারেজ হয়েছে তার কলেজের (রামিজ উদ্দিন কলেজ) সামনে বাস দুর্ঘটনায় আহত হয়ে ICU তে এখনো রয়েছে। তার অবস্থা এখনো আশংকাজনক বলে জানিয়েছেন সেখানকার ডাক্তাররা। তাকে দেখতে আসেনি কোনো মন্ত্রী, সাংবাদিক। না দিয়েছে কোন আর্থিক সহায়তা…। সবাইকে শেয়ার করার জন্য আনুরোধ করা যাচ্ছে।’
Leave a Reply