রাজনীতি | তারিখঃ আগস্ট ৪, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 386 বার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুর চট্টগ্রামের নগর গোয়েন্দা পুলিশের উত্তর জোন ও বন্দর জোন যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
শুক্রবার দুপুর ১টার দিকে নগরের খুলশী থানার মুরগির ফার্ম এলাকা থেকে শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও পাঁচজনকে আটক করে পুলিশ। তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে।
শাহাজাহান চৌধুরীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম।
Leave a Reply