জাতীয় স্বদেশ | তারিখঃ জুলাই ৩০, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 850 বার
‘নৌকা’, ‘নৌকা’ স্লোগান দিয়ে কেন্দ্রে ঢুকে কেন্দ্রের দখল নিয়ে ধানের শীষে সিল দেওয়ার ঘটনা ঘটেছে নগরীর ঝর্ণারপাড় এলাকার কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে
আজ সকালে এ অভিনব উপায়ে কেন্দ্রের দখল নেয় একদল যুবক সিলেট সিটি করপোরেশন নির্বাচনে।
ভোট কেন্দ্র দখলকারী যুবকরা বের হয়ে যাওয়ার পর ভোটকক্ষে ছড়িয়ে থাকা ব্যালট পেপারে দেখা যায় সবগুলোতে ধানের শীষে সিল মারা।
কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ উদ্দিন প্রিন্স জানান, একটি বিশৃংখলার সংবাদ পেয়ে আমরা কেন্দ্রে আসি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনার পর নগরীর ১৮নং ওয়ার্ডের এই ভোটকেন্দ্রে ভোটগ্রহন সাময়িক বন্ধ রয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুঁড়েছে।
এবারের সিসিক নির্বাচনে ৬ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
Leave a Reply