জাতীয় স্বদেশ, রাজনীতি | তারিখঃ জুলাই ২০, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 662 বার
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও তাঁর বিরুদ্ধে সরকারের অমানবিক আচরণের প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।এরই মধ্যে সমাবেশে ব্যাপক জনসমাগম হয়েছে। এখনও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন।
সমাবেশ থেকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা ও সব রাজবন্দির মুক্তির দাবি জানানো হচ্ছে।বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার পরপরই নেতাকর্মীরা আসতে শুরু করেন। বর্তমানে জনসভাস্থল জনসমুদ্রে রূপ নিয়েছে।
Leave a Reply