জাতীয় স্বদেশ, বিনোদন, রাজনীতি | তারিখঃ জুলাই ২০, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 775 বার
ববি হাজ্জাজের জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ছেড়ে হুসেইন মুহাম্মদ এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন বাংলা ব্যান্ডসংগীতের জনপ্রিয় মুখ শাফিন আহমেদ। বৃহস্পতিবার সকালে এরশাদের বারিধারার বাসায় দেখা করেন শাফিন।২০১৭ সালের ফেব্রুয়ারিতে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ‘এনডিএম’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য নির্বাচিত হয়েছিলেন শাফিন। মাঝখানে শোনা গিয়েছিলো ঢাকা উত্তর সিটির মেয়ার প্রার্থী হবেন তিনি। আর এবার এনডিএম ছেড়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন জাতীয় পার্টিতে।
এ সময় তাদের সঙ্গে ছিলেন দলটির আরেক সদস্য এবং অভিনেতা সোহেল রানা। জাতীয় পার্টিতে শাফিন আহমেদ এখনও কোনো পদ পাননি। তবে খুব শিগগির তাকে পদ দেওয়া হবে বলে একাধিক সূত্রে জানা গেছে।
জানা গেছে,ববি হাজ্জাজের নেতৃত্বাধীন (এনডিএম) দলটি নিবন্ধন না পাওয়ায় সেখান থেকে সরে এসেছেন শাফিন।
Leave a Reply