রাশিয়া বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। সদ্য সমাপ্ত এই বিশ্বকাপে সর্বোচ্চ ৬ গোল করে বিরল এই অর্জন নিজের করে নিয়েছেন টটেনহ্যাম হটস্পারে খেলা এই ইংলিশ তারকা। মোট সাত ম্যাচ থেকে তিনি করেছেন ৬ গোল। কেন সবকটি গোল করেছেন প্রথম চারটি ম্যাচে। যার তিনটিই এসেছে পেনাল্টি থেকে।

রাশিয়া বিশ্বকাপ আসরে দুর্দান্ত খেলেছে ইংল্যান্ড ও হ্যারি কেইন। দলকে ফাইনালে নিয়ে যেতে না পারলেও টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেছেন তিনি। মোট ৬টি গোল করে গোল্ডেন বুটটা নিজের করে নিলেন ইংলিশ সুপারস্টার।

১৯৮৬ সালের পর এই প্রথম গোল্ডেন বুট জিতলেন কোনো ইংল্যান্ডের ফুটবলার। এর আগে গ্যারি লিনেকার জিতেছিলেন এই পুরস্কার। সেবারও ট্রফি জিততে পারেনি ইংলিশরা। এবারও স্বপ্নভঙ্গ হয়েছে দেশটির। দুর্দান্ত দাপট দেখিয়ে সেমিফাইনালে এলেন ফাইনালে ওঠা হয়নি কেনের দলের।

হ্যারি কেন এবারের আসরে যে ছয়টি গোল করেছেন তার ৪টি এসেছে পেনাল্টি থেকে। গোল সংখ্যার দিক থেকে তার পিছনে রয়েছেন রোমেল লুকাকু, ডেনিশ চেরশভ, অ্যান্টনিও গ্রিজম্যান ও ক্রিস্টিয়ানো রোনালদো। প্রত্যেকে চারটি করে গোল করেছেন। ফাইনালে হ্যারি কেনকে কাটিয়ে যাওয়ার সুযোগ ছিল গ্রিজম্যানের সামনে। এদিন দুটি গোল করেন ফরাসি গোল মেশিন। গোল্ডেন বুটটি পেতে হলে আরো দুটি গোল করতে হতো তাকে।

যাক, বিশ্বকাপ না পেলেও অন্তত কিছু একটা নিয়ে তো দেশে ফিরল ইংল্যান্ড।