বিশ্বকাপের ম্যাচ চলাকালীন গ্যালারির সুন্দরীরা নজর কাড়ে প্রায়ই। নিজেদের দলের সমর্থনে বর্ণিল সাজে উপস্থিত হন রূপসী ভক্তরা। আর খেলার ফাঁকে ফাঁকে সেই দৃশ্য দেখা যায় টিভিতেও। কিন্তু সেদিন বুঝি শেষ। লাস্যময়ী দর্শকদের চোখ ধাঁধানো রূপ আর দেখা যাবে না টিভিতে। কারণ গ্যালারিতে থাকা রূপসী নারীদের টিভিতে দেখানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা।

যৌন সহিংসতা রোধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফিফার কর্মকর্তা ফেদেরিকো আদিয়েচি। তিনি বলেছেন, ‘আমরা শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্রডকাস্টকে এ ব্যাপারে বলেছি। আমাদের সাথে চুক্তিবদ্ধ ব্রডকাস্টকে সতর্ক করেছি। এটা ভবিষ্যতেও আমরা করব।’

বিশ্বকাপের আগে রাশিয়ায় সমকামিতা ও রেসিজম নিয়ে চিন্তিত ছিল ফিফা। কিন্তু টুর্নামেন্ট চলাকালীন নারীদের ওপর যৌন সহিংসতা ফিফার নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। উম্মত পুরুষ সমর্থকরা নারী সমর্থকদের সাথে প্রায়শই অপ্রীতিকর আচরণ করছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি লাইভ সংবাদ প্রচারকালে নারী সাংবাদিককে চুমু খাওয়ার ঘটনাও ঘটেছে রাশিয়ায়। সব মিলিয়ে নারীদের যৌন হেনস্থা শিকারের বন্ধে নতুন এ উদ্যোগ নিয়েছে ফিফা।