তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে তীব্র ঠান্ডায় বরফে জমে মারা গেছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রামের যুবক তানিল। গত ৯ ডিসেম্বর তুর্কি সীমান্ত দিয়ে গ্রিসে যাওয়ার পথে তিনি মারা যান।

শান্তিগঞ্জ উপজেলার পশ্চিমবীরগাথাও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের মৃত গিয়াস উদ্দিনের চার ছেলের মধ্যে বড় ছেলে তানিল আহমদ। তিনি দিরাই কলেজের বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তানিল সংসারের দারিদ্র্য ঘোচানোর স্বপ্ন নিয়ে গতবছরের নভেম্বরে দুবাই যান। গ্রামের ছেলে ইরান প্রবাসী শাহিন মিয়ার প্ররোচনায় পড়ে তুর্কি যাওয়ার উদ্দেশ্যে গত ডিসেম্বরে ইরান যান তিনি। সেখান থেকে পাহাড়ের ওপর দিয়ে হেঁটেই তুর্কির উদ্দেশে রওনা দেয় তানিল। এরপর কয়েক দিন নিখোঁজ ছিলেন।

গত মঙ্গলবার তুরস্কে থাকা তানিমের বন্ধু একই এলাকার ঠাইলা গ্রামের বাসিন্দা মাসুম আহমদ দেশে থাকা স্বজনদের জানান, তানিম পাহাড়ে ঠান্ডায় মারা গেছেন।

তানিলের মৃত্যুর খবরে তার পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মা সেলিনা বেগম ও পরিবারের স্বজনরা ছেলের মরদেহ দেশে নিয়ে আসার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।