বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় ম্যাচে নাসির হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে খুলনা টাইগার্সকে ৬ উইকেটে হারিয়েছে ঢাকা ডমিনেটরস। আজ শনিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেল দুদল।

যেখানে আল-আমিন হোসেনের তোপে প্রথমে ব্যাট করা খুলনা নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১৩ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে ও ৫ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা।

১১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঢাকারও শুরুটা ভালো হয়নি। চোট পাওয়া আহমেদ শেহজাদ ৪ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে ২২ রানে ফেরেন আরেক ওপেনার দিলশান মুনাবেরা। প্রথমে আউট হয়েও আম্পায়ারের বিতর্কিত নটআউট সিদ্ধান্তে সৌম্য সরকার শেষ পর্যন্ত ১৬ রানে ফেরেন ওহাব রিয়াজের বলে।

তবে একপ্রান্ত আগলে রেখে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক নাসির। ৩৬ বলে তিনি ৪টি চারে ৩৬ রানে অপরাজিত থাকেন। ১৪ রান করেন উসমান গনি।

খুলনার হয়ে ২টি উইকেট পান সাইফউদ্দিন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে খুলনা। টানা তিন ওভারে বিদায় নেন শারজিল খান, মুনিম শাহরিয়ার ও তামিম ইকবাল। এরপর আল-আমিনের তাণ্ডবে টিকতেই পারেনি দলটি। সর্বোচ্চ ২৫ বলে ২৪ করেন অধিনায়ক ইয়াসির আলী। মোহাম্মদ সাইফউদ্দিন করেন ১৯ রান।

পেসার আল-আমিন ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। দুটি করে উইকেট দখল করেন নাসির হোসেন ও আরাফাত সানী।