চীনের আর্থিক এবং কারিগরি সহায়তায় নেপালের পোখারায় চালু হলো দেশটির নতুন আন্তর্জাতিক বিমানবন্দর।

রোববার (১ জানুয়ারি) উদ্বোধন করা হয় দেশটির তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের। এর উদ্বোধন করেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল। প্রায় ২২০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত হয় বিমানবন্দরটি। পোখারার অভ্যন্তরীন বিমানবন্দরকে সংস্কার এবং আধুনিকায়ন করে তৈরি করা হয় নতুন এ আন্তর্জাতিক বিমানবন্দরটি।

২০১৬ সালে কাজ শুরু হলেও করোনার কারণে বিমানবন্দরে নির্মাণকাজ বন্ধ থাকে ২ বছর। জানা গেছে, চীনের আলোচিত বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের আওতায় তৈরি করা হয়েছে নেপালের নতুন এ আন্তর্জাতিক বিমানবন্দরটি।