রাজনীতি | তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 1276 বার
রাজধানীর রমনা থানার মালিবাগ টাওয়ার এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে তারা পল্টনে পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে চিকিৎসাধীন। আজ শুক্রবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত পুলিশ সদস্যরা হলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. বায়েজীদুর রহমান, রমনা থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ওসমান মাসুম, উপপরিদর্শক সুবীর কুমার কর্মকার, হাবিবুর রহমান, মোহাইমিনুল হাসান, কবির হোসেন এবং মো. ফিরোজ মিয়া। এ ছাড়া পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পূর্ব’র কনস্টেবল সৌরভ নাথ ও কনস্টেবল সাদী মোহাম্মদ আহত হয়েছেন।
ফারুক হোসেন বলেন, মৌচাকে জামায়াতের গণমিছিলে বাধা দেওয়ায় সংঘর্ষে ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ দুপুর ২টার দিকে মগবাজার থেকে জামায়াতের একটি মিছিল বের হয়। মিছিলটি মৌচাক মোড়ে পৌঁছালে পুলিশের বাধায় জামায়াত নেতাকর্মীরা কিছুটা পিছু হটে। পরে তারা মালিবাগের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছোড়ে। এ সময় পুলিশের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ দিকে আহত চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে যাওয়া কথা রয়েছে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
Leave a Reply