নোয়াখালী কবিরহাটে জগদানন্দ গ্রামে বিজয় মেলার নামে ৪০০ টাকার টিকেটে অশ্লীল নৃত্যে আসর ও মাদক ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে। প্রদর্শনীতে দর্শক সারিতে ভিড় বাড়ছে স্কুল কলেজের শিক্ষার্থীদের।

স্থানীয়দের অভিযোগ স্থানীয় প্রশাসনের যোগসাজশে ও তিনজন প্রভাবশালী স্থানীয় নেতার মদদে নগ্ননৃত্য ও মাদক ব্যবসা চালিয়েছে। এই মেলার উদ্ধোধন করেন ধানসিঁড়ি ইউনিয়ের চেয়ারম্যান কামাল কোম্পানী। মেলায় রয়েছে ১৫ থেকে ২০টি স্টল। মেলার মূল আকর্ষণ হলো গভীর রাতে নগ্ননৃত্য। এতে স্কুল কলেজের পড়ুয়া শিক্ষার্থীরা ও উঠতি বয়সী ছেলেরা। এখানে ভিডিও ধারণ করা নিষিদ্ধ। কেউ ভিডিও করলে মেলা কমিটি মুঠো ফোন ছিনিয়ে নেয়।

গত ১৬ ডিসেম্বর থেকে আগামী ৫ জানুয়ারী পর্যন্ত মেলার অনুমোদন ছিল। মেলায় যাত্রা পালার অনুমোদন থাকলেও গভীর রাতে চলে অশ্লীল নৃত্য। এসএসসি পরীক্ষার্থীরাও এই নৃত্য দেখতে মেলায় যায়।

মেলা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান আবদুল মুনাফ বলেন, ‘আমরা ভিতরে যাই না। এই রকম কিছু হলে তা বন্ধ করে দিব।’

এ ব্যাপারে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা সুলতানা বলেন, ‘এখানে অশ্লীল নৃত্য চলছিল আমি জানতাম না। আজকে শুনে আমি বন্ধ করার নির্দেশ দিয়েছি।’

কবিরহাট উপজেলা পৌর মেয়র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান আমাদের সময়কে বলেন, ‘বিজয় মেলার নামে অশ্লীল নৃত্য যারা চালিয়েছিল তা দুঃখজনক। আমি জানার পর মেলা কমিটিকে ওপেন সাংস্কৃতিক অনুষ্ঠানে নির্দেশ দিয়েছি আজ থেকে বন্ধ হয়ে যাবে।’

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন হেসে মুঠোফোনে বলেন, ‘আমি নতুন এসেছি। আমি এ ব্যাপরে কিছু জানি না। ঘটনাস্থলে গিয়ে আজ দেখা যায় মেলার পেন্ডেল আছে। বৃষ্টির কারণে মেলা বন্ধ।’