আজ রোববার মাদক মামলায় হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণে অসুস্থ হয়ে পড়েন চিত্রনায়িকা পরীমণি। শুনানি শেষে তাকে অসুস্থ অবস্থায় তার ব্যবহৃত গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।

এর আগে দুপুর ১টা ৪০ মিনিটে আদালতে আসেন পরীমণি। এ সময় ছয়তলা সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হাঁপিয়ে ওঠেন তিনি। শুনানির শেষ পর্যায়ে এজলাসের ভেতরেও শুয়ে থাকতে দেখা যায় তাকে। পরে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় ভিড় সরিয়ে তাকে গাড়িতে নিয়ে যাওয়া হয়।

এর আগে মাদক মামলায় পরীমণিকে স্থায়ী জামিন দেন আদালত। আজ তার করা আবেদনের শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার স্থায়ী জামিন মঞ্জুর করে আদেশ দেন।

সিআইডির পুলিশ পরিদর্শক কাজী মোস্তফা কামাল গত ৪ অক্টোবর এই মামলায় আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে পরীমণির সঙ্গে সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও কবির হাওলাদারকে আসামি করা হয়।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর এ মামলায় পরীমণির গাড়িসহ জব্দ করা ১৬ আলামত ফেরত দেওয়ার আদেশ দেন আদালত।