রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে গতকাল মঙ্গলবার সকাল থেকেই ভয়াবহ যানজট দেখা দিয়েছে। এতে দুর্ভোগ বেড়েছে পারাপারে। সকাল সাড়ে ১০টায় দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্টে বাস সিরিয়াল আটকে রেখে ২ সিরিয়াল দিয়ে ট্রাক পারাপার করা হয়েছে। বেশ কয়েটি যাত্রীবাহী বাস এ সময় আটকা পড়ে। দৌলতদিয়া ফায়ার সার্ভিস অফিস পর্যন্ত ফেরি থেকে নামা বাস, ট্রাক, প্রাইভেট কার ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে সড়কে।

দেশের দক্ষিণ অঞ্চলের ২১টি জেলা থেকে ঢাকাগামী বাস, ট্রাকের পারাপারের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ৫৭ বছরের পুরনো ফেরি ফরিদপুর পাটুরিয়া ভাসমান করখানায় মেরামনের অপেক্ষায় পড়ে রয়েছে। ফলে ভিআইপি যাত্রী পারাপারেও ফেরির সংকট চলছে। আরিচা ঘাটের বিআইডব্লিউটিসির ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ছোট বড় ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

দৌলতদিয়া ঘাটের ট্রাফিক পুলিশের সার্জেন্ট প্রশান্ত বলেন, প্রবচলিত নিয়ম মেনেই যানবাহন পারাপার করা হচ্ছে।