রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে সিআইডি। গতকাল সোমবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক কাজী গোলাম মোস্তফা ঢাকা সিএমএম আদালতের জিআর শাখায় এ চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত অপর দুই আসামি হলেন- পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও কবীর হাওলাদার। আসামি কবির হাওলাদার পরীমনির বড় খালু বলে জানা গেছে। আসামিদের সবাই জামিনে আছেন।

গত ৪ আগস্ট পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে বিদেশি মদ, আইস ও এলএসডি পাওয়া যায়। এর পর র‌্যাব ১-এর কর্মকর্তা মো. মজিবর রহমান মাদক আইনে মামলা করেন। ওই মামলায় দুই দফায় রিমান্ডে নেওয়া হয় পরীমনিকে। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এর পর ১৯ আগস্ট পরীমনির জামিন আবেদন নামঞ্জুর করে আদালত আরও একদিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে গত ২১ আগস্ট পরীমনিকে কারাগারে পাঠানো হয়। এর পর গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ

পরীমনিকে জামিন দেন।

চার্জশিট দাখিল হওয়ার বিষয়ে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানান, ‘শুনেছি চার্জশিট দাখিল হয়েছে। এখনো হাতে পাইনি। তাই এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।’