২০০৮ সালের ১০ জুলাই মাত্র ৫০০ অ্যাপ নিয়ে যাত্রা করা অ্যাপস্টোরের দশম জন্মদিন আজ মঙ্গলবার। ছোট পরিসরে যাত্রা করলেও বর্তমানে ২০ লাখেরও বেশি অ্যাপ রয়েছে অ্যাপলের অনলাইন স্টোরটিতে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ডেভেলপারদের অ্যাপ বিক্রির সুযোগ দিয়ে প্রায় ১০০ বিলিয়ন ডলার আয়ের সুযোগও করে দিয়েছে অ্যাপলের এই ভার্চুয়াল দোকান। আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোন ও আইপ্যাডের জনপ্রিয়তা বৃদ্ধির কারণে অ্যাপস্টোরটির ব্যবহারকারীর সংখ্যাও দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞদের ধারণা, এ বছরের শেষ নাগাদ প্রতিদিন প্রায় ১০ কোটি ডলার মূল্যের অ্যাপ বিক্রি হবে অ্যাপস্টোরে।