বিদেশ | তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 735 বার
করোনা প্রাদুর্ভাবের কারণে গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহ হতে কম্বোডিয়ায় মসজিদ, মন্দির ,প্যাগোডাসহ ধর্মীয় উপসানলয় বন্ধ করে দেয়া হয়েছিল। আজ শুক্রবার হতে পুনরায় দেশটির মসজিদসহ সকল ধর্মের উপসনালয় চালু করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে ফের শুরু হয়েছে নামাজ আদায়।
আজ শুক্রবার জুমআর নামাজের মাধ্যমে পুনরায় মসজিদ নিয়মিত নামাজের জন্যে খুলে দেয়া হয়েছে। রাজধানী নমপেনের কেন্দ্রীয় জামে মসজিদে আজ প্রায় এক হাজার মুসল্লী সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করেন।
কম্বোডিয়া ন্যাশনাল এ্যাসেম্বলীর সংসদ সদস্য ড. মোনসেনসহ মুসলিম নেতৃবৃন্দ নামাজে অংশগ্রহণ করে আল্লাহর শুকরিয়া আদায় করেন।
উল্লেখ্য, কম্বোডিয়ায় ৬ লক্ষাধিক মুসলিম বসবাস করেন। ধর্মীয় রীতিনীতি মেনে সবাই সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন।
Leave a Reply