যুক্তরাষ্ট্রে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনার ভ্যাকসিনের চূড়ান্ত ধাপের ট্রায়াল শুরু করেছে ব্রিটিশ ফার্মাসিউটিক্যালস কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা।
সোমবার (৩১ গফংত) একথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। ট্রায়ালের জন্য নিবন্ধন করেছেন ৩০ হাজার স্বেচ্ছাসেবী। ট্রায়ালে চার সপ্তাহের ব্যবধানে ভ্যাকসিনের দুটি ডোজ দেয়া হতে পারে। মার্কিন সরকারের করোনার ভ্যাকসিন প্রকল্প অপারেশন ওয়ার্প স্পিড প্রোগ্রামের আওতায় এই ট্রায়াল শুরু হয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে করোনার টিকা উদ্ভাবনে গবেষণায় কাজ করছে অ্যাস্ট্রাজেনেকা। যুক্তরাষ্ট্র ছাড়াও লাতিন আমেরিকা, এশিয়া, ইউরোপ এবং আফ্রিকাতেও ট্রায়াল চালাবে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রে এ মুহূর্তে মডার্না এবং ফাইজারের করোনার ভ্যাকসিন ট্রায়ালের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।