জাতীয় স্বদেশ, রাজনীতি | তারিখঃ জুলাই ৯, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 527 বার
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন স্থগিতের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তি ও চিকিৎসার দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করছে দলটি।
রাজধানীর গুলিস্তানে ঢাকা মহানগর নাট্যমঞ্চের সামনে আজ সোমবার সকাল ৯টা থেকে এই কর্মসূচি পালন শুরু করে দলটি, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। জেলা পর্যায়েও এই কর্মসূচি পালন করছে বিএনপি ।
কর্মসূচি উপলক্ষে সোমবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মহানগর নাট্যমঞ্চে জড়ো থাকেন। ইতিমধ্যে সহস্রাধিকেরও বেশি নেতাকর্মী মহানগর নাট্যমঞ্চে উপস্থিত হয়েছেন।
অনশন কর্মসূচি থেকে খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মা’ উল্লেখ করে তাঁর অবিলম্বে মুক্তির দাবিতে স্লোগান দেওয়া হচ্ছে। এ ছাড়া অনশন স্থানের পেছনে খালেদা জিয়ার ছবি ও তাঁর মুক্তির দাবি জানিয়ে ব্যানার টাঙানো হয়েছে।
বিএনপির আজকের এই কর্মসূচি উপলক্ষে মহানগর নাট্যমঞ্চের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply