রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী প্রত্যাহার করে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি।

আজ শনিবার বেলা ১১ টার দিকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী দোলন তার প্রার্থিতা প্রত্যাহার করে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে সমর্থন দিয়েছেন। পরে দুপুরে রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে খায়রুজ্জামান লিটনের হাতে ফুলের তৈরি নৌকা উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে লিটনকে সমর্থন দেয় জাতীয় পার্টির নেতারা।
নগর জাতীয় পার্টির সভাপতি শাহবুদ্দিন বাচ্চুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক ডাবলু সরকার, জাতীয় পার্টির প্রার্থী ওয়াশিউর রহমান দোলনসহ দলের নেতৃবন্দ।
সংবাদ সম্মেলনে মনোনয়নপত্র প্রত্যাহারের কপি লিটনের হাতে তুলে দিয়ে দোলন বলেন, শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যানের নির্দেশক্রমে মহাসচিবের একটি বার্তা তাদের কাছে আসে। সেখানে রাজশাহীর উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনকে সমর্থন দিয়ে তার পক্ষে নির্বাচন করার নির্দেশনা দেয়া হয়। দলের হাই কমান্ডের নির্দেশনা অনুযায়ী তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন বলে জানান
এসময় বক্তব্য রাখতে গিয়ে লিটন বলেন, জাতীয় পার্টির সমর্থন দেওয়ার মধ্য দিয়ে আমরা জয়ের পথে অনেক দূর এগিয়ে গেলাম। আগামীতে আমরা কাঁধে কাঁধ রেখে সবাই একসঙ্গে রাজশাহীর উন্নয়নে কাজ করবো। বড় বড় প্রকল্প এনে রাজশাহীকে মেগা সিটি হিসেবে গড়ে তোলা হবে।

খায়রুজ্জামান লিটন আরো বলেন, বাংলাদেশে আজ দুইভাগে বিভক্ত। এরমধ্যে বৃহত্তম অংশ মুক্তিযুদ্ধের পক্ষের। আজ কিছু অংশ আছে যারা বিএনপি-জামায়াত। রাজশাহীতেও তারা আছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐকবদ্ধ থাকতে হবে।

সংবাদ সম্মেলনে মহানগর জাতীয় পার্টির সভাপতি শাহাবুদ্দিন বাচ্চু বলেন, আমরা উন্নয়ন ছাড়া কিছুই বুঝি না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কেন্দ্রের নির্দেশে লিটন ভাইকে সমর্থন দিয়েছি। আমাদের নেতাকর্মীরা আজ থেকে লিটন ভাইয়ের পক্ষে কাজ করবেন। নৌকাকে বিজয়ী করায় এখন আমাদের প্রধান টার্গেট।