বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম (৯৬) ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। রক্তশূন্যতা, কিডনি জটিলতা, শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত রোগ নিয়ে মঙ্গলবার তিনি হাসপাতালে ভর্তি হন। তার অবস্থা স্থিতিশীল না হওয়ায় দ্রুত ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

বর্তমানে তিনি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তৈয়বুর রহমানের তত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন।

ডা. তৈয়বুর রহমান জানান, বীরমাতা আগে থেকেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। খেতে না পারায় তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। পা ফুলে গেছে। হাসপাতালে ভর্তি করার পর আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি, তার প্রেসার অনেক কম। রক্তশূন্যতা আছে। কিডনির অবস্থাও ততটা ভালো না। শরীর ফুলে গেছে। সব মিলিয়ে তার অবস্থা এখনও স্থিতিশীল না।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাইয়ের ছেলে সেলিম আহম্মেদ লিটন জানান, মালেকা বেগমকে অ্যাম্বুলেন্স বা লঞ্চে করে ঢাকায় নেওয়া ঝুঁকিপূর্ণ। তাই এয়ার অ্যাম্বুলেন্সে দ্রুত ঢাকায় এনে উন্নত চিকিৎসার দাবি জানান তিনি।উৎস -সমকাল