জাতীয় স্বদেশ | তারিখঃ জুলাই ৬, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 558 বার
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় বাস ও প্রাইভেটকার চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাইয়ের নাম সুজাত ও শফিক।
জানা গেছে, সকালে মোটরসাইকেলে করে তারা সাভার যাওয়ার পথে আমিনবাজার এলাকায় পৌঁছলে পেছন থেকে সাভারগামী একটি বাস ও একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। পরে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই ভাই মারা যায়।
সাভার মডেল থানার এসআই জামাল সাংবাদিকদের জানান, দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply