কক্সবাজারের মহেশখালীর আদালতে আলোচিত ওসি প্রদীপসহ ২৯ জনের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ খারিজ করে দিয়েছেন আদালত। একই সাথে অজ্ঞাত আসামিদের নামে পুলিশের করা মামলাটি সিআইডির মাধ্যমে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মহেশখালীর জেষ্ঠ্য বিচারিক হাকিম আদালত এ আদেশ দেন। তিন বছর আগে কথিত বন্দুকযুদ্ধে আব্দুস সাত্তার নামের মহেশখালির মাঝেরপাড় গ্রামের লবন ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে তখনকার ওসি প্রদীপ কুমার দাস।

পরে হাইকোর্টের নির্দেশে মহেশখালি থানায় মামলায় দায়ের করে নিহত সাত্তারের স্ত্রী। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনা আলোচনা আসলে টেকনাফের সাবেক ওসি প্রদীপসহ ২৯ জনের বিরুদ্ধে বুধবার আদালতে অভিযোগ দায়ের করেন নিহতের স্ত্রী হামিদা আক্তার। এ ঘটনায় পুলিশ তখন মামলা নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।