বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের কোভিড-১৯ নির্দেশনা মেনে ৬টি ক্যাটাগরির মধ্যদিয়ে প্রায় পাঁচ মাস পর ১৮ আগস্ট থেকে মালয়েশিয়ায় নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

৬টি ক্যাটাগরির মধ্যে থাকছে সে দেশের নাগরিক, চাকরিজীবী, রাষ্ট্রদূত, সেকেন্ড হোম, মালয়েশিয়ান বিবাহিতসহ ৬টি ক্যাটাগরির লোকজন যেতে পারবেন মালয়েশিয়ায়।

আপাতত ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে সপ্তাহে দুদিন ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রায়াত্ত এ বিমান সংস্থা। বুধবার (১২ আগস্ট) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সপ্তাহে প্রতি মঙ্গল ও শুক্রবার কুয়ালালামপুরে ফ্লাইট পরিচালনা করবে বিমান। বিজি ০৮৬ ফ্লাইট ঢাকা থেকে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ১টা ১০ মিনিটে অবতরণ করবে। এছাড়া কুয়ালালামপুর থেকে বিজি ০৮৭ ফ্লাইটটি স্থানীয় সময় রাত ২টা ২০ মিনিটে ছেড়ে বাংলাদেশ সময় ভোর ৪টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে পাওয়া যাবে। একুশে টিভি