স্বাস্থ্য কথা | তারিখঃ আগস্ট ১০, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 888 বার
শরীরে কোন ধরনের সংক্রমণ দেখা দিলে চিকিৎসকরা অ্যান্টিবায়োটিক সেবনের পরামর্শ দেন। তবে শুধু এই ওষুধ সেবনেই রোগ নিরাময় হয় না। এর পাশাপাশি অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা নষ্ট হয় এমন খাবার পরিহার করা উচিত। যেমন-
জাম্বুরা : অ্যাসিডিটির কারণে অ্যান্টিবায়োটিক সেবনের সময় জাম্বুরা বা এর রস খাওয়া ঠিক নয়। কারণ যেকোন ধরনের অ্যাসিডিক উপাদান অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা নষ্ট করে দেয়। এছাড়া এ সময় অন্যান্য অ্যাসিডিক ফল যেমন- কমলা, লেবু এবং এ জাতীয় ফল খাওয়া থেকে বিরত থাকুন।
সোডা: সোডা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে থাকা অ্যাসিডিটি অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা নষ্ট করে দেয়।
কফি ও অ্যালকোহল : সোডার মতো কফিতেও প্রচুর পরিমাণে অ্যাসিডিটি থাকে। অ্যান্টিবায়োটিক সেবনের সময় ক্যাফেইন ও অ্যালকোহল গ্রহণ থেকে বিরত থাকুন।
শস্য : এটা সবারই জানা, ওটমিল, ব্রাউন রাইস স্বাস্থ্যের জন্য উপকারী।
দুধ ও দুগ্ধ জাতীয় খাবার : দুধ বা দুগ্ধজাত খাবারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। অ্যান্টিবায়োটিক সেবনের সময় এ জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন। তবে এর মধ্যে দই ব্যতিক্রম। দই অন্ত্রের হজমশক্তি বাড়ায়।
পালং শাক : পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এটি অ্যান্টিবায়োটিক শোষণে বাঁধা দেয়।
লিভার : গরু এবং মুরগির লিভারে প্রচুর পরিমাণে আয়রন থাকায় অ্যান্টিবায়োটিক গ্রহণের সময় এ ধরনের খাবার থেকে দূরে থাকা উচিত। সূত্র : হেলদিবিল্ডার্জড
Leave a Reply