খেলাধুলা | তারিখঃ আগস্ট ৯, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 375 বার
প্রথম লেগের বড় জয়ে কাজ অনেকটা সেরেই রেখেছিল বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠেও চেলসিকে দাঁড়াতে দিল না তারা। রবের্ত লেভান্দোভস্কির দারুণ নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল উঠেছে জার্মান ক্লাবটি।
আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ৪-১ গোলে জেতে বায়ার্ন। দুটি গোল করার পাশাপাশি অন্য দুটিতে অবদান রাখেন লেভান্দোভস্কি। চলতি মৌসুমে পোলিশ ফরোয়ার্ডের মোট গোল হলো ৫৩টি। দুই লেগ মিলে ৭-১ ব্যবধানে এগিয়ে গেল বায়ার্ন। চেলসির মাঠে ৩-০ গোলে জিতেছিল তারা।
একই সময়ে ন্যু ক্যাম্পে হওয়া আরেক ম্যাচে নাপোলিকে ৩-১ গোলে হারিয়ে দুই লেগ মিলে ৪-২ অগ্রগামিতায় শেষ আটে উঠেছে বার্সেলোনা।
আগামী শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে কাতালান জায়ান্টদের মুখোমুখি হবে জার্মান বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন। ম্যাচটি অনুষ্ঠিত হবে পর্তুগালের রাজধানী লিসবনের দা লুজ স্টেডিয়ামে।
Leave a Reply