অপরাধ সংবাদ | তারিখঃ আগস্ট ৭, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 441 বার
পুলিশের গুলিতে নিহত সাবেক সেনাকর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খানের তথ্যচিত্র নির্মাণ কাজের দুই সহযোগির মুক্তির দাবি জানিয়েছেন তাদের সহপাঠীরা।
ঘটনার পর গ্রেপ্তার দু’জন হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ডের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী সাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা দেবনাথ।
বৃহস্পতিবার তাদের মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের সহপাঠীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন৷
চারদফা দাবি
১. শিপ্রা ও সিফাতের সার্বিক নিরাপত্তা এবং নিঃশর্ত মুক্তি দিতে হবে।
২. মেজর (অব.) সিনহা হত্যার সুষ্ঠু তদন্ত ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
৩. সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৪. মানসিক প্রহসন থেকে মুক্তি দিতে হবে।
Leave a Reply