বিদেশ | তারিখঃ আগস্ট ৫, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 842 বার
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ দুটি বিস্ফোরণে কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া এই বিস্ফোরণে কমপক্ষে দুই হাজার ৭৭০ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান মঙ্গলবার একটি হাসপাতালের বাইরে সাংবাদিকদের এ সব তথ্য জানান।
আহতদের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরো বাড়ছে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী হাসান দিয়াব বুধবার দেশটিতে জাতীয় শোক ঘোষণা করেছেন।
এদিকে ভয়াবহ এই বিস্ফোরণে কাটায়েব রাজনৈতিক দলের সেক্রেটারি-জেনারেল নজর নাজারিয়ান নিহত হয়েছেন। বিস্ফোরণে আশপাশের ভবনের জানালার কাচ ভেঙে গেছে।
বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তবে লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, বন্দরের রাসায়নিকের গুদাম থেকে ওই বিস্ফোরণ ঘটেছে। অন্যদিকে রাষ্ট্র-পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বিস্ফোরণের আগে বন্দরের কাছে আতশবাজির একটি গুদামে আগুন লেগেছিল। খবর সিএনএন
Leave a Reply