জাতীয় স্বদেশ | তারিখঃ আগস্ট ২, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 945 বার
নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে ২২ জনের মৃত্যু হয়েছে। আর, করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৮৮৬ জন।
দেশে করোনা শনাক্ত হওয়ার ১৪৮তম দিনে আজ রবিবার (২রা আগস্ট), রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ সকল তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জন মৃত্যুতে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৩ হাজার ১৫৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৬৮৪টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৮৮৬ জনের। এর ফলে, এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ লাখ ৪০ হাজার ৭৪৬ জন।
তিনি আরো জানান, দেশে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮৬ জন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৮৩৯ জন।
ডা. নাসিমা বলেন, বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২২ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব আটজন, ষাটোর্ধ্ব ৯ জন এবং সত্তরোর্ধ্ব দুইজন রয়েছেন।
একদিনে মোট করোনায় মৃত ২২ জনের মধ্যে ঢাকা বিভাগে আটজন, চট্টগ্রাম বিভাগের তিনজন, খুলনা বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে চারজন, বরিশাল বিভাগে দুইজন এবং রংপুর ও সিলেট বিভাগের একজন রয়েছেন।
Leave a Reply