কাতারে ২০২২ সালে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই প্রথমবার শীতকালে হবে ফুটবল বিশ্বকাপ। ২২ সালের ২১ নভেম্বর থেকে যা শুরু হয়ে চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

আজ বুধবার সন্ধ্যায় এই সূচি প্রকাশ করা হয়। ৬০ হাজার দর্শকের আসন বিশিষ্ট আল বেয়াত স্টেডিয়ামে ২১ নভেম্বর হবে উদ্বোধনী ম্যাচ। সূচি অনুসারে গ্রুপ পর্বের ম্যাচ চলবে ১২ দিন ধরে। প্রতি দিন হবে চারটি করে ম্যাচ।

স্থানীয় সময় দুপুর একটা, বিকেল চারটে, সন্ধে সাতটা ও রাত দশটায় হবে ম্যাচগুলো। গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচগুলো ও নকআউট পর্যায়ের ম্যাচগুলো হবে সন্ধ্যা ছয়টায় ও রাত ১০টায়।

১৭ ডিসেম্বর খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে তৃতীয় স্থান নির্ণয়ের ম্যাচ। পরের দিন ৮০ হাজার দর্শকাসন বিশিষ্ট লুসেল স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে ফাইনাল।

দুই সেমিফাইনাল হবে রাত ১০টা থেকে। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন ভেন্যুতে যাওয়ার জন্য বিমানের প্রয়োজন পড়বে না। কারণ সব স্টেডিয়ামই ৪৮ কিলোমিটার ব্যাসার্ধের এলাকার মধ্যে।

এই প্রথমবার মধ্যপ্রাচ্যে হচ্ছে ফিফার পুরুষদের বিশ্বকাপ। এর আগে কখনো শীতকালে এই প্রতিযোগিতা হয়নি। সেদিক দিয়েও এটা অভিনব। প্রতিটি দল গ্রুপ পর্যায়ে দুটি ম্যাচের মধ্যে তিন দিনের বিরতি পাবে।

২০২২ সালের মার্চ বা এপ্রিলের শুরুতে ড্র হবে বিশ্বকাপের। কারণ, তখন কোন কোন দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পেরেছে, তার পরিষ্কার চিত্র পাওয়া যাবে।

প্রতিযোগিতায় অংশ নেবে ৩২টি দল। ২০২৬ সালের পরের বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল। তাই ৩২ দলের ফরম্যাটে এটা শেষ বিশ্বকাপ।