আগামী রোববার থেকে বাংলাদেশ থেকে ফ্লাইটে ভ্রমণকারী বিদেশীদেরও করোনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষার সনদ (নেগেটিভ) বাধ্যতামূলক করেছে বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষ।

বুধবার রাতে বেবিচকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যেসব বিদেশি ১৪ দিনের বেশি বাংলাদেশে অবস্থান করবেন ফেরার সময় এয়ারপোর্টে তাদেরকে কভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট প্রদান করতে হবে।

তবে কুটনীতিক, জাতিসংঘের সদস্য, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান ও তাদের পরিবারের সদস্য, ১৪ দিনের কম বাংলাদেশে অবস্থানকারী বিদেশি, বিনিযোগকারী এবং ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য এই সার্টিফিকেট বাধ্যতামূলক নয়।

উল্লেখ্য, সম্প্রতি সরকার বিদেশ ভ্রমণে বাংলাদেশিদের কভিড-১৯ নেগেটিভ সনদ বাধ্যমূলক করেছে।